Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভোলায় মাদকসহ যৌথবাহিনীর অভিযানে আটক ৫

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

অক্টোবর ৩, ২০২৪, ০৪:৫২ পিএম


ভোলায় মাদকসহ যৌথবাহিনীর অভিযানে আটক ৫

ভোলায় বিপুল পরিমাণ ফেনসিডিল, গাঁজা ও নগদ অর্থসহসহ ৫ মাদককারবারিকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার রাতে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পাইলট এলাকা থেকে তাদের আটক করা হয়।

ভোলা নৌ কন্টিনজেন্টের লেফটেন্যান্ট মুক্তাদির ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল মাদক কারবারি শহিদুলের আস্তানায় অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শহিদুলের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে মাদকব্যবসা পরিচালনা করছিল।

তিনি আরও জানান- রিপন, আরিফ, রাজিব, শাকিব ও শহীদকে নিয়ে নৌবাহিনী, পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে শহিদুলের গোপন আস্তানায় তল্লাশি করে ১৮৭ বোতল ফেন্সিডিল, ২৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৮৭ পিস ইয়াবা, একটি রামদা, ৬ টি স্মার্ট ফোন এবং নগদ ৩২,০৮০ টাকা সহ তাদেরকে আটক করা হয়।

জব্দ করা নগদ অর্থ ও মাদকসহ তাদেরকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ইএইচ

Link copied!