Amar Sangbad
ঢাকা সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪,

বুড়িচংয়ে যৌথবাহিনীর অভিযানে ৫ মাদক কারবারি আটক

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:

অক্টোবর ৩, ২০২৪, ০৫:০০ পিএম


বুড়িচংয়ে যৌথবাহিনীর অভিযানে ৫ মাদক কারবারি আটক

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করে মাদক ও নগদ অর্থসহ ৫ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) এই অভিযান পরিচালনা করেন যৌথবাহিনী।

উক্ত অভিযানে মাদক ব্যবসায়ী মো. ইব্রাহিম হোসেন (২৭), মো. মিতন মিয়া (২৫), মো. মাহফুজ মিয়া (৩৫), মোছা. সুলতানা বেগম (৪৭) ও মোছা. ফাতেমা বেগম (৪৫) নামক ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৪৭ বোতল হুইস্কি, ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা, ৬২০টি ফয়েল পেপার, ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ও নগদ ৩২ হাজার ১৪০ টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি এবং উদ্ধারকৃত মাদক বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনী সূত্র জানায়।

উল্লেখ্য যে,  গত ০৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে ৪/৫ আগস্ট কুমিল্লা জেলায় নিরীহ ছাত্র জনতার উপর আক্রমণকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে।

বিআরইউ

Link copied!