Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০২৪,

রায়পুরে চরের পুকুর থেকে কুমির উদ্ধার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

অক্টোবর ৩, ২০২৪, ০৫:১৬ পিএম


রায়পুরে চরের পুকুর থেকে কুমির উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে উত্তর চরবংশী ইউনিয়নের চরঘাসিয়া গ্রামের পুকুর থেকে একটি কুমির উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুরে উপজেলার  মেঘনা নদীর তীরের চর ঘাসিয়ায় গ্রামের এক বাড়ির পুকুর থেকে ফায়ার সার্ভিসের লিডার রেজাউল ও ফায়ার ফাইটার আবুল কালাম আজাদসহ একটি টিম ও এলাকাবাসীর সহযোগিতায় বন বিভাগের কর্মীরা কুমিরটি উদ্ধার করেন।

এ সময় কুমিরের আক্রমণে বাবলু (২৭) নামে এক জেলে আহত হয়েছেন। তাকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করলে পরে অবস্থার অবনতি হলে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানান, উপজেলার চরবংশী ইউপির চান্দারখাল এলাকায় কুমিরের বিচরণ নিয়ে গত কয়েকদিন থেকে জেলেরা আতঙ্কিত রয়েছেন। আরও কুমির আছে বলেও এলাকাবাসীরা ধারণা করছেন।

উপজেলা বন বিভাগের রেঞ্জ সহকারী মতিউর রহমান জানান, কুমিরটি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হবে। বন্যার পানি জমে থাকায় গত দুই মাস ধরে চান্দারখাল এলাকায় কুমিরটির বিচরণ ছিল।

রায়পুর উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিক জানান, উদ্ধারকৃত কুমিরটি জেলার সহকারী বন সংরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে রাখা হয়েছে। রাতের মধ্যে ঢাকায় পাঠানো হবে।

বিআরইউ

Link copied!