Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কুড়িগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

অক্টোবর ৩, ২০২৪, ০৫:৩২ পিএম


কুড়িগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন

কুড়িগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের পদোন্নতি ও গ্রেড অনুযায়ী বেতন ও সুযোগ-সুবিধা আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে শিক্ষকরা।

মানববন্ধনে শিক্ষক প্রতিনিধিসহ শতাধিক সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষক অংশ নেয়।

বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন শিক্ষকরা।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমাজের সভাপতি মো. আরিফুর রহমান রুবেল, সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম খন্দকার, জেলা আহ্বায়ক এহসানুল আলম আনসারি, সহকারী শিক্ষিকা রোকসানা শিরিন, মোছা. সুলতানা পারভীন, আব্দুল মোমিন, রেজাউল ইসলাম, আলমগীর হোসেন, নুর মোহাম্মদ প্রমুখ।

ইএইচ

Link copied!