Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

উত্তরাঞ্চলের দুই রেল কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

অক্টোবর ৩, ২০২৪, ০৬:৪১ পিএম


উত্তরাঞ্চলের দুই রেল কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ রেলওয়ের উত্তরাঞ্চলের দায়িত্বে থাকা দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন শেষে দুই কর্মকর্তার অপসারণ চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন আন্দোলনকারীরা।

অভিযুক্ত এ দুই কর্মকর্তা হলেন বিভাগীয় ব্যবস্থাপক মো. আব্দুস সালাম ও সহকারী পরিবহণ কর্মকর্তা ফারুকুল ইসলাম।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ছাত্র-ছাত্রী ও রেল নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত কর্মসূচিতে উত্তরাঞ্চলের দুই রেল কর্মকর্তার অপসারণ চেয়ে বক্তব্য দেন- রেল নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির নেতা খন্দকার আরিফ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, একে মোস্তফা জামান লেলিন, শামসুজ্জামান সুজা, সুজন রহমানসহ আরও অনেকে।

ইএইচ

Link copied!