Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

খাগড়াছড়িতে নিহত শিক্ষকের বাড়িতে চলছে শোকের মাতম

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

অক্টোবর ৩, ২০২৪, ০৬:৫৪ পিএম


খাগড়াছড়িতে নিহত শিক্ষকের বাড়িতে চলছে শোকের মাতম

পার্বত্য জেলা খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে আবুল হাসনাত সোহেল রানা নামের শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসদরের বাইমহাটি এলাকায় গিয়ে দেখা যায় নিহতের বাড়িতে আবুল হাসনাত সোহেল রানার মরদেহ পৌঁছালে কান্নায় ভেঙে পরেন তার পরিবারের সদস্যরা।

নিহত সোহেল বাইমহাটি গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে। পরিবারের লোকজন জানিয়েছেন সোহেল রানাকে পরিকল্পিতভাবে পাহাড়িরা পিটিয়ে হত্যা করেছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বৃহস্পতিবার বাদ আছর জানাযার নামাজ শেষে মির্জাপুর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, নিহত শিক্ষক সোহেল রানা খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিল্ডিং কনস্ট্রাকশন ও সেফটি বিভাগের চিফ ইনস্ট্রাক্টর ছিলেন। প্রতিষ্ঠানটি সদরের খেজুরবাগান এলাকায়।

এর আগে, ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সোহেল রানার বিরুদ্ধে মামলা হয়েছিল। ওই ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর তিনি কিছুদিন কারাগারে ছিলেন। এরপর একই প্রতিষ্ঠানে তিনি যেন আবার যোগদান না করেন, সে জন্য শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।

ইএইচ

Link copied!