Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০২৪,

পাথর ভাঙ্গা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক ক্যাম্পেইন

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

অক্টোবর ৩, ২০২৪, ০৭:০০ পিএম


পাথর ভাঙ্গা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক ক্যাম্পেইন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় পাথর ভাঙ্গা শ্রমিকদের পেশাগত ব্যাধি, স্বাস্থ্য সুরক্ষায় করণীয় ও সচেতনতা সৃষ্টিতে আলোচনা সভা এবং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বুড়িমারী স্থলবন্দর এলাকার বিভিন্ন পাথর ভাঙ্গা কারখানায় বেসরকারি সংস্থা সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটির (এসআরএস) আয়োজনে স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন ও সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।

আলোচনা শেষে প্রায় ৩০০ পাথর ভাঙ্গা শ্রমিকের মাঝে মাস্ক ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়েছে।

সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন, সেইফটি এন্ড রাইটস সোসাইটির (এসআরএস) নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মিনা,  আইন কর্মকর্তা অ্যাডভোকেট হাসিনা খানম, প্রকল্প কর্মকর্তা বি-আম্মা মল্লিকা, সহকারী প্রকল্প কর্মকর্তা আতিকুর রহমান।

আলোচনা সভায় সেফটি এন্ড রাইটসের নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

ইএইচ

Link copied!