Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

অক্টোবর ৩, ২০২৪, ০৮:০৯ পিএম


মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউপির দক্ষিণ আচালং এলাকার খোরশেদ আলমের বসতবাড়ি দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়েছে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুর আলম।

বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

এ সময় উপস্থিত ছিলেন- মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ ও তাইন্দং ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আমির হোসেন প্রমুখ।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন। অনাকাঙ্ক্ষিত এ ঘটনাকে কেউ যেন ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে এ জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান।

এ সময় ক্ষতিগ্রস্ত মো. খোরশেদ আলমকে দশ হাজার টাকা অনুদান প্রদান করেন। ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন।

মাটিরাঙ্গা থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!