Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চৌগাছায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চৌগাছা (যশোর) প্রতিনিধি

অক্টোবর ৩, ২০২৪, ০৮:১৯ পিএম


চৌগাছায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়

যশোরের চৌগাছায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বিকালে পৌর শহরের বেলা প্রিক্যাডেট স্কুল মাঠে আসন্ন শারদীয় দূর্গপুজা উপলক্ষ্যে চৌগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ ছালাম।

বক্তব্য দেন- যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিএনপি নেতা গোলাম রেজা দুলু, অ্যাডভোকেট ইছাহক ও যশোর-২ আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিএনপি নেতা মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাছুদুল হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও এ্যাড আলী বুদ্দীন খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল।

পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালা উদ্দীনের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান, উপজেলা কৃষক দলের সভাপতি আজগর আলী, পৌর যুবদলের সদস্য সচিব মঈন উদ্দীন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি, পৌর ছাত্রদলের আহ্বায়ক হাকিম রেজা ও সদস্য সচিব মেহেরান হাসান জিতু প্রমুখ।

ইএইচ

Link copied!