Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

অক্টোবর ৪, ২০২৪, ০২:৫২ পিএম


নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে (শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়) অবিলম্বে ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা প্রেসক্লাবের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন- প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, ডা. আবুল হোসেন, শিক্ষার্থীদের পক্ষে আল ইমরান, আজহারুল ইসলাম ও হাফসা আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল নেত্রকোণায় একটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। অবশেষে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও ভাটি বাংলার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে (শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়) দীর্ঘদিন যাবৎ ভিসি’র পদ শূন্য থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া চরম ভাবে ব্যাহত হচ্ছে। তারা অবিলম্বে নেত্রকোণার কোন কৃতি সন্তানকে ভিসি হিসাবে নিয়োগ দিয়ে অ্যাকাডেমিক কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য রাষ্ট্রপতির প্রতি জোর দাবি জানান।

ইএইচ

Link copied!