Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রদানের দাবিতে ভৈরবে মানববন্ধন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ৪, ২০২৪, ০৩:৩০ পিএম


সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রদানের দাবিতে ভৈরবে মানববন্ধন

কিশোরগঞ্জের ভৈরবে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রদানের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

শুক্রবার সকালে উপজেলা পরিষদের সামনে এক বিক্ষোভ মিছিল শেষে শিক্ষকরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছাতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর শিক্ষকদের পক্ষ থেকে একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী শিক্ষকদের পক্ষে প্রধান সমন্বায়ক মো. শাহীন আহমেদ ভূইয়া সহ-সমন্বয়ক মো. সবুজ খান, সাদিয়া সুলতানা, হোসেন, রাশেদুল হক, তারেক মিয়া, মাসুম মিয়া, সুমন খান, কিরণ মিয়া ও ফারহানা আক্তার লিপি প্রমুখ।

ইএইচ

Link copied!