Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪,

ফেনীতে সাঁড়াশি অভিযানে আ.লীগের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

অক্টোবর ৪, ২০২৪, ০৪:৪০ পিএম


ফেনীতে সাঁড়াশি অভিযানে আ.লীগের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার

ফেনীতে আইনশৃঙ্খলাবাহিনীর সাঁড়াশি অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার ফেনী মডেল থানা পুলিশের ওসি মর্ম সিংহ ত্রিপুরা এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত গত ৪৮ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রথম ২৪ ঘণ্টার অভিযানে সোনাগাজী থেকে ২ জন, পরশুরাম থেকে ২ জন, দাগনভূঞা থেকে ৪ জন, ছাগলনাইয়া থেকে ২ জন, ফুলগাজী থেকে ৪ জন এবং ফেনী সদরের বালিগাঁওয়ের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে জেলার সোনাগাজী থেকে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নূর আলম মিস্টার (৪৮) ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুন্না আজিজ (৩০), পরশুরাম থেকে পৌর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিম মজুমদার (৪২) ও ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. আলী (২১), দাগনভূঞা থেকে পৌর ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়া উদ্দিন মাসুদ (৪৮), পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাজীব (৩৯), রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবুল খায়ের পাটোয়ারী (৬৩) ও পৌর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক সাইমুন ইসলাম প্রকাশ রাহিম (২২), ছাগলনাইয়া থেকে পৌর আওয়ামী লীগের সদস্য মো. সোহাগ (২৯) ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল (৩৩), ফুলগাজী থেকে আনন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুল হক (৬৬), আমজাদহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জব্বার (৬০), মুন্সিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল মোতালেব ভুঁইয়া (৫৪), উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী নুর আলম (৫৪) এবং ফেনী সদর থেকে বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোহাম্মদ মাহফুজ মিয়াকে (৪৬) গ্রেপ্তার করা হয়।

দ্বিতীয় ২৪ ঘণ্টার অভিযানে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম মিন্টু (৫৯), ফেনী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবদুল মান্নান দিদার (৪৫), ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মামুন (৪২), আমজাদ হাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবুল কালাম (৪২), একই ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের আওয়ামী লীগের কর্মী মো. আক্কাস আলী (৬৩), দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের গজারিয়া গ্রামের আওয়ামী লীগের কর্মী মো. নুব নবী (৬৩), সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আমজাদ হোসেন কিরণ (৪৩), সোনাগাজী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হেদায়েত উল্যাহ (৪০), পরশুরামের মির্জানগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মহি উদ্দিন চৌধুরী (৫০), ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুর গ্রামের আওয়ামী লীগের কর্মী রবিউল হক (৬৫), একই গ্রামের আওয়ামী লীগের কর্মী মো. শাহাদাত হোসেন (৩০), ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. শাহজাহান (৪৫), বালিগাঁও ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম (৩০) ও বালিগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি নুরুল করিমকে (২৩) গ্রেপ্তার করা হয়েছ।

ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন,  মহিপালে ছাত্র-জনতা হত্যা ও আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত পৃথক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।এদের মধ্যে নূর আলম চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে হাসপাতালে রয়েছেন। অন্যদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফেনীর মহিপালে গণহত্যার ঘটনায় ফেনী মডেল থানায় ৮টি হত্যা ও ৩টি হত্যাচেষ্টার মামলা হয়েছে।

ইএইচ

Link copied!