Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

বাংলাদেশ বিচার বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন

নীলফামারীর সভাপতি, আসাদুজ্জামান সম্পাদক মিলন ও সাংগঠনিক সালেকুজ্জামান

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি

অক্টোবর ৪, ২০২৪, ০৪:৫০ পিএম


নীলফামারীর সভাপতি, আসাদুজ্জামান সম্পাদক মিলন ও সাংগঠনিক সালেকুজ্জামান

বাংলাদেশ বিচার বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশনের নীলফামারী জেলা কমিটি গঠন করা হয়েছে।

জজশিপ এবং ম্যাজিস্ট্রিসির সব কর্মচারীর মতবিনিময় সভায় সবার সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হিসাব রক্ষক আসাদুজ্জামান প্রামানিককে সভাপতি ও সিনিয়র সহকারী জজ আদালত সৈয়দপুরের বেঞ্চ সহকারী লোকমান হোসেন মিলনকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা জজ আদালতে নাজির মশিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির সোহেল শাহ্।

এতে সঞ্চালনার দায়িত্বে ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রশিদুল হক চৌধুরী মিলন।

অন্যান্য চারটি গুরুত্বপূর্ণ পদের সদস্যরা হলেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর স্টেনোগ্রাফার শরিফুল ইসলামকে সিনিয়র সহসভাপতি, জেলা জজ আদালতের স্টেনোগ্রাফার সালেকুজ্জামান সালেককে সাংগঠনিক সম্পাদক, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার রশিদুল হক চৌধুরী মিলনকে প্রচার সম্পাদক, জেলা জজ আদালতের হিসাব রক্ষক শামীম হোসেনকে অর্থ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

ইএইচ

Link copied!