Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

ফরিদগঞ্জে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

ফরিদগঞ্জ প্রতিনিধি

ফরিদগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ৪, ২০২৪, ০৫:১৪ পিএম


ফরিদগঞ্জে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে থানার অফিসার ইনচার্জের নির্দেশে এএসআই মো. জুমায়েত হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ১ বছর ২ মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. রাজু আহম্মদকে গ্রেপ্তার করে।

একই সময় এসআই মো. হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাচনমেঘ এলাকা থেকে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি খোকন মুন্সী ওরফে টুকু মুন্সিকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. হানিফ সরকার জানান, ২ জন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা উভয়েই জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি। তাদেরকে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!