Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ চেয়ে আল্টিমেটাম

কাউনিয়া( রংপুর) প্রতিনিধি:

কাউনিয়া( রংপুর) প্রতিনিধি:

অক্টোবর ৪, ২০২৪, ০৫:৪২ পিএম


কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ চেয়ে আল্টিমেটাম
ছবি: কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাদিকাতুল তাহিরিণ

রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদিকাতুল তাহিরিণ-এর বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার, কর্মকর্তা, কর্মচারীগণের সাথে উগ্র আচরণের অভিযোগে স্থায়ীভাবে প্রত্যাহারের জন্য দাবি জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বৃহস্পতিবার (০৩ আগস্ট)  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০৪ জন   কর্মকর্তা ও কর্মচারীর স্বাক্ষরিত এক অভিযোগ পত্রের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে লিখিত অভিযোগ দায়ের  হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদিকাতুল তাহিরিণ (কোড নং- ১৩৩০৬৯), যোগদানের পর থেকে স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, কর্মকর্তাদের থেকে চাঁদা উত্তোলনসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে আসছিলেন, এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার নামে গত জুন মাসে তারই অধস্তন ৫ জন ডাক্তার বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), রংপুরের বরাবওে অভিযোগ ধাখিল করেন পরে এ স্থানীয় ও জাতীয় পত্রিকায় স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, কর্মকর্তাদের থেকে চাঁদা উত্তোলনসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশিত হয়।

পরবর্তীতে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), রংপুর মহোদয়- তদন্ত কমিটি  গঠন করলেও আজও, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) মোতাবেক ২৯ আগস্ট কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হইতে সিভিল সার্জন অফিস, রংপুর-এ সাময়িক ভাবে দায়িত্ব পালনের জন্য ন্যস্ত করেন। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ১২ দিন বন্ধ থাকার পর ১১-০৯-২০২৪ ইং তারিখে সিভিল সার্জন, রংপুর দপ্তরের (স্মারক নং- সি.এস/রং/৩১/২৪/২৫০৪) আবাসিক মেডিকেল অফিসারকে নিজ দায়িত্ব পালনসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার শুধু রুটিন দায়িত্ব পালন করার আদেশ জারি করেন।

কিন্তু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদিকাতুল তাহিরিণ-এর নিকট আর্থিক ক্ষমতা এবং আইডি ও পাসওয়ার্ড থাকায় সেপ্টেম্বর ২০২৪ এর বেতনসহ সনাতন ধর্মাবলম্বী কর্মচারীদের আসন্ন দূর্গাপূজার উৎসব ভাতা না পেয়ে মানবেতর জীবন-যাপনের উপক্রম হয়। দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা পদায়ন সংক্রান্ত জটিলতা সৃষ্টি হওয়ায় পথ্য, অন্যান্য মনিহারি, পরিষ্কার পরিচ্ছন্ন সামগ্রী ও ময়লা কাপড় ধৌতকরণসহ বিভিন্ন খাতের বিল পরিশোধ করা যাচ্ছে না ফলে দাপ্তরিক কাজে অর্থনৈতিক জটিলতার হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতা ও ময়লা কাপড় ধৌতকরণ মালামালের সরবরাহের ঠিকাদারি বিল পরিশোধ না করায় মালামাল সরবরাহ বন্ধের উপক্রম হয়।

এছাড়া অনিয়মিত পরিচ্ছন্নতা কর্মীদের মজুরি পরিশোধ করতে না পারায় হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম মারাত্বকভাবে ব্যাহত হচ্ছে। তাই সনাতন ধর্মাবলম্বী কর্মচারীদের আসন্ন দূর্গাপূজার উৎসব ভাতা/২৪ইং এবং সকল কর্মকর্তা/কর্মচারী সেপ্টেম্বর/২০২৪ইং মাসের বেতন-ভাতা প্রাপ্তিসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ সাদিকাতুল তাহিরিণকে অত্র স্বাস্থ্য কমপ্লেক্স হইতে জরুরি ভিত্তিতে স্থায়ীভাবে প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

একইসঙ্গে জরুরি ভিত্তিতে স্থায়ীভাবে প্রত্যাহার করা না হইলে সকল কর্মকর্তা/কর্মচারীগণ আগামী ০৫/১০/২০২৪ইং তারিখ হইতে মানববন্ধনসহ কর্মবিরতি কর্মসূচি পালনের  ঘোষণা  করেন। এমতাবস্থায় অতিদ্রুত সমস্যা সমাধানে ও প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে হাসপাতালর স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পরবে বলে মনে করছেন অনেকেই।

বিআরইউ 

Link copied!