Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ধুনটে পুরুষের গোপনাঙ্গ কর্তনের অভিযোগ

ধুনট (বগুড়া) প্রতিনিধি

ধুনট (বগুড়া) প্রতিনিধি

অক্টোবর ৪, ২০২৪, ০৬:১৫ পিএম


ধুনটে পুরুষের গোপনাঙ্গ কর্তনের অভিযোগ

বগুড়ার ধুনটে শাহীন আলম (৪৫) নামের এক ব্যক্তির গোপনাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে শাহিদা খাতুন নামের এক নারীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার দিবাগত রাত অনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের শিয়ালী (বড়ুইতলী) গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছী গ্রামের সরকার পাড়া এলাকার শাহীন মিয়া একই ইউনিয়নের শিয়ালী গ্রামের মৃত মধু সরকারের মেয়েকে বিয়ে করে দীর্ঘদিন যাবৎ শ্বশুরবাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস করছে।

অপরদিকে মাজবাড়ী গ্রামের নজরুল মিয়ার ছেলে দিনমজুর মিঠু মিয়া স্ত্রী শাহিদা খাতুনকে (৩৮) নিয়ে পার্শ্ববর্তী একুই এলাকার বড়ুইতলী (গুচ্ছগ্রামে) বসবাস করে আসছিলো। পাশাপাশি বসবাস করায় মিঠু মিয়ার স্ত্রী শাহিদা খাতুনের সাথে শাহীন আলমের সুসম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি শাহিদার নিকট থেকে ২ হাজার টাকা ধার নিয়েছিল শাহিন আলম। টাকা ধার নেয়াকে কেন্দ্র করে উভয়ের মাঝে দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেটা আপোষ মীমাংসা হওয়ার পর শাহিদার স্বামী মিঠু মিয়া কর্মের তাগিদে বাইরে থাকার সুবাদে পূর্বের ন্যায় সুসম্পর্কের কারণে শহিদার বাড়িতে যাতায়াত করতে থাকে শাহীন আলম।

ঘটনার দিন রাতে অজ্ঞাত কোনো কারণে শাহীন আলমকে ডেকে নেয় শাহিদা খাতুন। পরে শাহিদা নিজে শাহীন আলমের গোপনাঙ্গ কেটে দিয়েছে বলে স্থানীয়দেরকে জানিয়ে রাতেই পালিয়ে যায় শাহিদা।

ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম জানান, অভিযোগ হাতে পেলে তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ইএইচ

Link copied!