Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজবাড়ীতে ইমাম কমিটির বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

অক্টোবর ৪, ২০২৪, ০৭:১৪ পিএম


মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজবাড়ীতে ইমাম কমিটির বিক্ষোভ

ভারতে বিশ্ব নবী হযরত মুহাম্মাদ (সা.) কে নিয়ে কটূক্তি ও ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে রাজবাড়ী জেলা ইমাম কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মাবাদ জেলা শহরের আজাদী ময়দানে বিভিন্ন মসজিদের মুসল্লিরা জড়ো হন। সেখানে রাজবাড়ী জেলা ইমাম কমিটির এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা ইমাম কমিটির সভাপতি হাফেজ মাওলানা ইলিয়াছ মোল্লার নেতৃত্বে শহরে এক বিক্ষোভ মিছিল বের করে।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট সংলগ্ন শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে এসে দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

এ সময় বক্তব্য দেন, জেলা ইমাম কমিটির সাধারণ মোফাজ্জেল হোসেন আব্বাসী, সহ-সভাপতি আবুল এরশাদ মুহাম্মদ সিরাজুম মনির, সহ-সভাপতি মাওলানা আলাউদ্দিন আল আজাদ, সমন্বয়কদের পক্ষে এসএম হাসিব, মিরাজুল মজিদ তুর্য, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ।

সভায় হযরত মুহাম্মাদ (সা.) কে নিয়ে কটূক্তি ও ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারী ভারতের হিন্দু ধর্মগুরু রামগিরি মহারাজ ও বিজেবির বিধায়ক নিশিত রানের ফাঁসির দাবি জানানো হয়।

ইএইচ

Link copied!