Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মহানবীকে নিয়ে কটূক্তি করায় গোয়ালন্দে বিক্ষোভ মিছিল

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

অক্টোবর ৪, ২০২৪, ০৭:২৫ পিএম


মহানবীকে নিয়ে কটূক্তি করায় গোয়ালন্দে বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের হিন্দু রামগিরি মহারাজ ও বিজেপি বিধায়ক নিতিশ রানে কর্তৃক অবমাননা কর বক্তব্য ও কটূক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পর শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবের সামনে থেকে গোয়ালন্দ সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি আনসার ক্লাব থেকে বের হয়ে গোয়ালন্দ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোয়ালন্দ বাজার বড় মসজিদ হয়ে পুনরায় আনসার ক্লাবে সমবেত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয় প্রিন্সিপাল জামিয়া নিজামিয়া মাদরাসা।

অনুষ্ঠানে বক্তব্য দেন- মাওলানা শামসুল হুদা খতিব মসজিদ পাড়া জামে মসজিদ, হাফেজ আবু সাঈদ খতিব গোয়ালন্দ বাজার বড় মসজিদ, মাওলানা আজম আহাম্মেদ খতিব মডেল মসজিদ গোয়ালন্দ উপজেলা। আরও উপস্থিত ছিলেন- বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবলু প্রমুখ।

পরে মোনাজাত ও দোয়া করা হয়।

ইএইচ

Link copied!