Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কালুখালীতে বিক্ষোভ

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

অক্টোবর ৪, ২০২৪, ০৭:৩৫ পিএম


মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কালুখালীতে বিক্ষোভ

ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক বিশ্বনবি হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গ ও কটূক্তি এবং বিজেপি সাংসদ নিতেশ নারায়ণ রানের সমর্থনের প্রতিবাদে রাজবাড়ীর কালুখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

ইমাম কমিটি ও তাওহিদি জনতার আয়োজনে শুক্রবার বিকাল ৩টায় কালুখালী রেলওয়ে জংশন স্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা শহরের আশপাশ রাস্তা প্রদক্ষিণ করে রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে হাজারো মুসলিম উম্মার উপস্থিতিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা ইমাম কমিটির সভাপতি হাফেজ মা. আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, সদস্য মো. ফিরোজ হায়দার প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব, ইমামুজ্জামান চৌধুরী রিটো, রতনদিয়া ইউপি জামায়াতের আমির মাওলানা কুতুব উদ্দিনসহ বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো তাওহিদি জনতা অংশগ্রহণ করে।

ইএইচ

Link copied!