Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

ফরিদপুরে ছাত্রলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

অক্টোবর ৪, ২০২৪, ০৮:০১ পিএম


ফরিদপুরে ছাত্রলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগ ও কৃষক লীগের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটক দুই নেতা হলেন, ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম সোহাগ। তিনি ভাঙ্গা কোটপাড়া এলাকার রায়হান উদ্দিনের ছেলে ও কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস,এম ইশারত হোসেন। তিনি পৌরসভার আতাদী গ্রামের একরাম শেখের ছেলে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোকসেদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা কোটপাড় এলাকা থেকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগকে এবং আতাদী থেকে কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম ইশারতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

শুক্রবার বিকেলে তাদের জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!