Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মনোহরগঞ্জে উদ্দীপ্ত তরুণ সংঘের উদ্যোগে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

অক্টোবর ৪, ২০২৪, ০৮:০৭ পিএম


মনোহরগঞ্জে উদ্দীপ্ত তরুণ সংঘের উদ্যোগে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের সাতেশ্বর কেন্দ্রীয় ঈদগা ময়দানে অনুষ্ঠিত হয়েছে সবর্ধনা ও ক্রেস্ট প্রদান।

বন্যাকালীন সময়ে সাতেশ্বর গ্রামের মানুষের মাঝে মানবিক কাজের জন্য এই সংবর্ধনা আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রামের বাঁশখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন মজুমদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সাতেশ্বর এমদাদুল উলুম কওমি মাদরাসার মোহতামিম হাফেজ মোহাম্মদ উল্লাহ, উদ্দীপ্ত তরুণ সংঘের সমন্বয়ক ইয়াসিন মজুমদার মানিক, সাতেশ্বর গ্রামের সমাজ সেবক মোমিন মজুমদার, গোলাপর রহমান, আব্দুল মতিন মেম্বার, মাস্টার মোবারক হোসেন, মোবারক হোসেন টিপু, দেলোয়ার হোসেন, আলমগীর মজুমদার।

সংবর্ধনা অনুষ্ঠানে উদ্দীপ্ত তরুণ সংঘের পক্ষ থেকে বক্তব্য দেন- সংগঠনের সহ-সমন্বয়ক মহিন উদ্দিন, আনোয়ার হোসেন স্বপন,সরোয়ার আলম, দেলোয়ার হোসেন জুয়েল, ফরহাদ মজুমদার, গিয়াস উদ্দিন, মাসুদ রানা, জসীম উদ্দিনসহ আরো অনেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শামসুদ্দোহা মজুমদার। অনুষ্ঠান শেষে উদ্দীপ্ত তরুণ সংঘের সদস্যদের মাঝে ক্রেস্ট প্রদান  করা হয়।

ইএইচ

Link copied!