Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

বিজয়নগরে ইউপি চেয়ারম্যানসহ আটক ৪

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

অক্টোবর ৪, ২০২৪, ০৮:১১ পিএম


বিজয়নগরে ইউপি চেয়ারম্যানসহ আটক ৪

বিজয়নগর উপজেলায় ২০১৮ সালে বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ সংসদীয় আসনের ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের গাড়িবহরে হামলার ঘটনায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জামাল উদ্দিন ভুঁইয়াকে আটক করেছে বিজয়নগর থানা পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। সে বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পাশাপাশি সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির বিশেষ আস্থাভাজন হিসেবে পরিচিত ছিল। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে দল থেকে বহিষ্কার হন।

এছাড়াও উপজেলার বৃহস্পতিবার রাতে উপজেলার চম্পকনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. হামিদুর রহমান হামদু, ইছাপুরা ইউনিয়নের ২ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী রমজান ও কৃষক লীগ নেতা মো. অলি মিয়াক আটক করে জেল হাজতে ফেরত প্রেরণ করা হয়।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বিষয়টি সততা নিশ্চিত করে জানান, রাস্টু সরকার নামে একজন বিএনপি নেতার দায়েরকৃত মামলায় তাদের আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!