Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ত্রিশালে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

অক্টোবর ৪, ২০২৪, ০৮:৩০ পিএম


ত্রিশালে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশাল পৌর শাখার উদ্যোগে সিরাতুন্নবি (সা.) উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে স্থানীয় নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-  ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশাল উপজেলা শাখার আমির মাওলানা আ.ন.ম. আব্দুল্লাহিল বাকী।

ত্রিশাল পৌর জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি সাহরান সালেহীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা জামায়াতের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান শামীম, সহকারী সেক্রেটারি মাওলানা কামরুজ্জামান শাকিল, উপজেলা জামায়াতের সাবেক বায়তুলমাল সম্পাদক মাওলানা সানাউল ইসলাম, নজরুল ইসলাম, এনামুল হক, গোলাম মোস্তফা প্রমুখ।

ইএইচ

Link copied!