Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ভালুকায় শ্বাসরোধ করে মেয়েকে হত্যা, মা আটক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

অক্টোবর ৫, ২০২৪, ১১:৫১ এএম


ভালুকায় শ্বাসরোধ করে মেয়েকে হত্যা, মা আটক

ময়মনসিংহের ভালুকায় ৯ বসর বয়সী কৃত্তিকা চক্রবর্তী নামে একমাত্র মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে মা। এ ঘটনায় মা কেয়া চক্রবর্তীকে আটক করেছে মডেল থানা পুলিশ। ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

জানা যায়, শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে দরজা বন্ধ করে লাশের পাশেই বসে ছিলো মা। পরে খবর পেয়ে উপজেলার মেজর ভিটা এলাকার একটি আবাসিক বাসা থেকে রাতে দরজা ভেঙ্গে শিশুটির মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। নিহত কৃত্তিকা চক্রবর্তী গাজীপুর শাহীন স্কুলের ৪র্থ শ্রণির ছত্রী। খাগড়াছড়ি জেলার রামগর উপজেলার প্রসেনজিৎ চক্রবর্তী একমাত্র মেয়ে। ভাড়া বাসায় থেকে বাবা স্কয়ার ফার্মাসিটিক্যাল এর আঞ্চলিক ব্যবস্থাপক অফিসার হিসেবে চাকুরি করেন ।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার ও মা কেয়া চক্রবর্তীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বিআরইউ
 

Link copied!