Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

দিনাজপুরে পূজামণ্ডপ পাহাড়া দিবে বিএনপি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

অক্টোবর ৫, ২০২৪, ০৩:৪৬ পিএম


দিনাজপুরে পূজামণ্ডপ পাহাড়া দিবে বিএনপি

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেছেন, দিনাজপুরে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবের পূজা মণ্ডপ পাহারা দিবে বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠন।

নির্বিঘ্নে নিয়ে পূজা অনুষ্ঠানের লক্ষ্যে বিএনপির সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

বলেন, ৫ আগস্টের পর আ‍‍`লীগ ক্ষমতা হারিয়ে পাগল হয়ে গেছে। পূজা মণ্ডপগুলিতে তারা হামলা চালাতে পারে এজন্য আমাদের সবাইকে সচেতন হয়ে পূজা মণ্ডপ পাহারা দিতে হবে।

শনিবার দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়ন যুবদলের আয়োজনে রামডুবি হাইস্কুল মাঠ প্রাঙ্গণে আসন্ন সর্বজনীন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে সুধী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি এসব কথা বলেন।  
অনুষ্ঠানে আমিনুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য দেন- যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি কালু, দিনাজপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোকসেদুল ইসলাম টুটুল।

২নং সুন্দরবন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল খান জন্স, সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি লাল মোহাম্মদ, সহ-সভাপতি আলহাজ্ব মুনাইম খান, সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, যুগ্ন সাধারণ সম্পাদক রওশন রুবেল, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, ২নং সুন্দরবন ইউনিয়ন বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন ববি, দিনাজপুর সদর উপজেলা যুবদলের স্বামীমা আক্তার, যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, ২নং সুন্দরবন ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ইয়াকিন আলী পলাশ, সহ-সভাপতি পারভেজ আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক মো. আতিয়ার রহমান প্রমুখ।

ইএইচ

Link copied!