Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে একজন মৃত্যু

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

অক্টোবর ৫, ২০২৪, ০৩:৫৯ পিএম


ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে একজন মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার নেপা ইউনিয়নের বাউলী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, রফিকুল দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। প্রতিদিনের মতো গত রাতেও ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় নিহতের স্ত্রী এগিয়ে গেলে তিনিও আহত হয়। স্থানীয়রা এসে তাদের উদ্ধার করেন। নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত জাহাবক্সের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বাউলী গ্রামের ইউপি সদস্য মজিবর রহমান জানান, এমন দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখ জনক।

রফিকুলের এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় বইছে শোকের মাতম।

ইএইচ

Link copied!