Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাজবাড়ীতে যৌথ বহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

অক্টোবর ৫, ২০২৪, ০৪:৩২ পিএম


রাজবাড়ীতে যৌথ বহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩

রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের মো. সজল শেখ, একই এলাকার আলেপ মন্ডল ও জিহাদ মন্ডল।

শুক্রবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার বহলাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। পাংশা মডেল থানায় তাদের নামে অস্ত্র ও গুলি রাখার অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!