পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
অক্টোবর ৫, ২০২৪, ০৫:০৫ পিএম
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
অক্টোবর ৫, ২০২৪, ০৫:০৫ পিএম
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ প্রতিপাদে্য বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ পালন করা হয়েছে।
শনিবার (০৫ অক্টোবর) সকালে দিবসটি পালনে উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি বণ্যার্ড র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করেন। পরে যথাস্থানে ফিরে এসে শেষ হয়ে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় যুক্ত হয়।
উক্ত সভায় উপজেলা নির্বাহি অফিসার রমিজ আলম এর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, মাধ্যমে শিক্ষা অফিসার, আরিফুল্লাহ ভাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মকসেদ আলি, লোহাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. খালেক, পীরগঞ্জ কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাহাআলম সিদ্দিকিসহ অন্যান্য শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকও মাদ্রাসার শিক্ষকগণ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শিক্ষকদের নানা দাবী দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধিরা।
বিআরইউ