Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কিশোরগঞ্জে ইসলামী সিরাত কনফারেন্স অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ৫, ২০২৪, ০৫:০৬ পিএম


কিশোরগঞ্জে ইসলামী সিরাত কনফারেন্স অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে মদিনা সনদ ও মক্কা বিজয়ের চেতনা হোক বাংলাদেশ বিনির্মাণের পথনির্দেশ শীর্ষক সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলামের সভাপতিত্বে সিরাত কনফারেন্সের প্রধান বক্তা ছিলেন- ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইলিয়াস হাসান।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ এমদাদুল ইসলামের সঞ্চালনায় এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার, গুরুদয়াল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. সিদ্দিক উল্লাহ, আল জামিয়াতুল ইমদাদিয়ার মুহাদ্দিস মাওলানা শুয়াইব বিন আব্দুর রউফ, বিশিষ্ট কলামিস্ট ও গবেষক মাওলানা যুবায়ের আহমাদ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি কফিল উদ্দিন, মাওলানা আজিজুর রহমান জার্মানি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মাদ শরীফুল ইসলাম ও জেলা শাখার সদস্য মাওলানা মাহমুদুর রহমান বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন।

এ সময় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!