Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ফেনী আলিয়ার অধ্যক্ষ বরখাস্ত

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

অক্টোবর ৫, ২০২৪, ০৫:১১ পিএম


অনিয়ম-দুর্নীতির অভিযোগে ফেনী আলিয়ার অধ্যক্ষ বরখাস্ত

নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে ফেনী আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার স্থানীয় জেলা প্রশাসক ও মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি মুছাম্মৎ শাহীনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার রাতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ড. মো. আবু হানিফা স্বাক্ষরিত একটি চিঠিতে বিধি অনুযায়ী অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, ফেনী আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগের বিষয়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি মাদরাসাগুলোর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের চাকরির শর্তাবলি সংক্রান্ত প্রবিধান-২০২৩ অনুযায়ী ১৪, ১৫ এবং ১৬ ধারা অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য সভাপতিকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এদিন অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে সাময়িক বরখাস্ত করে মাদরাসার শিক্ষক গাজী মীর ইকবাল হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে। এছাড়া, মাহমুদুল হাসানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতিসহ নানা অভিযোগের বিষয়ে উচ্চ পর্যায়ের আরও একটি তদন্তের প্রক্রিয়া চলছে।

ইএইচ

Link copied!