Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ৫, ২০২৪, ০৫:২২ পিএম


কিশোরগঞ্জে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে কিশোরগঞ্জে আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার দিবাগত রাতে জেলা শহরের হয়বতনগর ও নগুয়া এলাকায় অভিযান চালিয়ে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মনির ও একই ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বলেন- শনিবার দুপুরে তাদেরকে আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধার সন্তান আনিসুর রহমান টুকুকে গ্রেপ্টতার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে করিমগঞ্জ পৌর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শাহাব উদ্দিন।

এদিকে কুলিয়ারচরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে পৌর এলাকার পূর্ব গাইলকাটা মহল্লা থেকে তাদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম।

আটক দুইজন হলেন, কুলিয়ারচর পৌর এলাকার পালটিয়া মহল্লার সৈয়দ মুর্শিদ মিয়ার ছেলে সৈয়দ নুরে আলম (৬১) ও তারাকান্দি বাজরা এলাকার মৃত মজনু মিয়ার ছেলে মো. মনির মিয়া (৩১)।

আটক সৈয়দ নুরে আলম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও মনির হোসেন আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী।

ইএইচ

Link copied!