Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চাঁপাইনবাবগঞ্জে ১৭টি ককটেল উদ্ধার করেছে যৌথবাহিনী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ৫, ২০২৪, ০৫:৪৬ পিএম


চাঁপাইনবাবগঞ্জে ১৭টি ককটেল উদ্ধার করেছে যৌথবাহিনী

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী ১৭টি ককটেল উদ্ধার করেছে।

শনিবার দুপুরে জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর এলাকার একটি আম বাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান এ তথ্য নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর এলাকার একটি আম বাগানে অভিযান চালায়।

এ সময় একটি প্লাস্টিকের ব্যাগে রাখা ১৭টি ককটেল উদ্ধার করা হয়। তবে এর সেঙ্গ জড়িত কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।

তিনি আরও জানান, ককটেলগুলো চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

৫৩ বিজিবির অধিনায়ক গত শুক্রবার জানিয়েছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নে হলুদিয়া গ্রামে বিজিবির টহলদল তল্লাশী অভিযান পরিচালনা করে। এসময় একটি প্লাস্টিকের বালতী তল্লাশি করে ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পায়। পরবর্তীতে টহলদল ৩টি ককটেল ও ২টি ডেমেজ খোসা উদ্ধার করে এবং শিবগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

ইএইচ

Link copied!