Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

টুঙ্গিপাড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ৫, ২০২৪, ০৬:৫২ পিএম


টুঙ্গিপাড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও তার পরিবারের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা এবং  কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলা যুবদল।

শনিবার বিকাল ৪টায় টুঙ্গিপাড়া উপজেলার নীলফা বাজারে উপজেলা যুবদলের আহবায়ক মো. মোক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা যুবদলের আহবায়ক মো. রিয়াজুদ্দিন লিপ্টন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. রাশেকুজ্জামান পলাশ।

এ সময় উপস্থিত ছিলেন- টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ মনিরুজ্জামান বাবলু, মো. মাহাবুবুর রহমান নাসির।

ইএইচ

Link copied!