Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

নীলফামারীতে ১১টি দোকান আগুনে পুড়ে ছাই

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি

অক্টোবর ৫, ২০২৪, ০৭:২৮ পিএম


নীলফামারীতে ১১টি দোকান আগুনে পুড়ে ছাই

নীলফামারীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে দোকানের মালামাল পুড়ে গিয়ে ৩৬ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা।

শনিবার দিবাগত রাত ১টায় সদর উপজেলার খোকশা বাড়ী ইউনিয়নের মোনাগঞ্জ হাট বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে বাজারের তোফাজ্জল হোসেনের মুদি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। দোকানে অনেক তেল জাতীয় তরল পদার্থ থাকায় নিমিষেই আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি দোকানে মজুদ থাকা চাল, ডাল, তৈল, অন্যান্য পণ্যসামগ্রী ও অবকাঠামো সহ প্রায় ৩৬ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত দোকানীদের সঙ্গে কথা বলেছেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও সমাজ সেবক মাসুদ রানা মাসুম।

বিষয়টি নিশ্চিত করে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. আবু সায়েম বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ১১টি দোকানে আনুমানিক ৩লাখ টাকার ক্ষতি হয়েছে। এসময় ১০লাখ টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়।

ইএইচ 

Link copied!