Amar Sangbad
ঢাকা রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪,

কাশিমপুরে ১৬ দফা দাবিতে মহাসড়ক অবরোধ

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

অক্টোবর ৫, ২০২৪, ০৭:৩৭ পিএম


কাশিমপুরে ১৬ দফা দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরের কাশিমপুরে জিরানি বাজার এলাকায় আইরিশ ফেব্রিক্স লিমিটেড ও রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার শ্রমিকরা ১৬ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

শনিবার সকাল থেকে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

তাদের দাবির মধ্যে রয়েছে সরকারিভাবে নির্ধারিত ছুটি, বেতন, হাজিরা বোনাস, বাৎসরিক বেতন বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করা।

বিক্ষোভের ফলে মহাসড়কে দীর্ঘ ১০ কিলোমিটার ধরে যানজটের সৃষ্টি হয়। এই দীর্ঘ যানজটের ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

শ্রমিকদের অভিযোগ, কারখানায় কোনো নিরাপত্তা নেই মাত্র ৮ হাজার টাকা বেতন দেওয়া হয় এবং বার্ষিক ছুটি বা বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।

শিল্প পুলিশ ও সেনাবাহিনী মালিকপক্ষের সাথে আলোচনা করে শ্রমিকদের দাবিগুলো মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয় এবং ৬ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

ইএইচ

Link copied!