Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

গুরুদাসপুরে জন্মনিবন্ধন দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

অক্টোবর ৬, ২০২৪, ০১:৩৪ পিএম


গুরুদাসপুরে জন্মনিবন্ধন দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা

নাটোরের গুরুদাসপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস-২০২৪ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ অক্টোবর) সকাল ১১টায় আয়োজিত এই কর্মসূচির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কৃষি অফিসার মো. হারুনর রশীদ, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, আনসার ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন, চাপিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান এবং পরিসংখ্যান অফিসার। এছাড়াও উপজেলার পৌরসভা ও সকল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় জন্ম নিবন্ধনের গুরুত্ব সম্পর্কে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। তারা জানান, জাতীয় জন্ম নিবন্ধন শুধু নাগরিক অধিকার নিশ্চিত করার মাধ্যম নয়, এটি নাগরিকদের সঠিক পরিচয় ও অধিকার রক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও জন্ম নিবন্ধন না থাকলে বিভিন্ন সরকারি সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে বলেও বক্তারা উল্লেখ করেন।
এ আয়োজনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি ও সকল শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিত করার প্রতি আহ্বান জানানো হয়।

বিআরইউ

Link copied!