Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে মাটিরাঙ্গা জোনের মতবিনিময়

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

অক্টোবর ৬, ২০২৪, ০২:৫৮ পিএম


দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে মাটিরাঙ্গা জোনের মতবিনিময়

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা জোন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের উদ্যেগে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে মাটিরাঙ্গা জোনের আওতায় চারটি মণ্ডপের সভাপতি-সম্পাদক সামরিক-বেসামরিক কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গা জোনের ব্যবস্থাপনায় জোন সদর দপ্তরের সম্মেলন কক্ষে জোনের আওতায় চারটি দুর্গাপূজা মণ্ডপের সভাপতি-সম্পাদকদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি।

এ সময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুর আলম, গুইমারা ৩৪ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. আনোয়ার, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ আবুল হাসনাত, গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান, মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত মো. শরীফ, মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো. আতাউর রহমান দিপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম বদি, পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা নাগরিক ও নিরাপত্তা কমিটির সভাপতি নুর আলম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা ফায়ার স্টেশন কর্মকর্তা মোহাম্মদ হারুন, বাংলাদেশ জামায়েত ইসলামী মাটিরাঙ্গা উপজেলার নেতা মো. আমান উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি মো. নুরুল ইসলাম, বাংলাদেশ হেফাজত ইসলামী মাটিরাঙ্গা উপজেলা সভাপতি মো. আক্তার হোসেন ফারুকি, ধলিয়া মৌজার হেডম্যান চাইলাপ্রু চৌধুরীসহ সামরিক-বেসরকারি পদস্থ কর্মকর্তা, হেডম্যান, দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি-সম্পাদক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্ণেল মো.কামরুল হাসান পিএসসি বলেন, দুর্গাপূজাকে সামনে রেখে কোন বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। নিরাপত্তা ও পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় আন্তরিকতার কাজ করে যাচ্ছে। গুজবে কান না দিয়ে সবাই সচেতন হয়ে কাজ করতে হবে।

ইএইচ

Link copied!