Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

যামিনীপাড়া জোনে দুর্গাপূজা উপলক্ষ্যে বিজিবি মোতায়ান

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

অক্টোবর ৬, ২০২৪, ০৩:০৮ পিএম


যামিনীপাড়া জোনে দুর্গাপূজা উপলক্ষ্যে বিজিবি মোতায়ান

হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে যামিনীপাড়া জোনের দায়িত্বপূর্ণ এলাকায় তিনটি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।

রোববার থেকে যামিনীপাড়া ২৩ বিজিবি জোনের আওতায় পূজামণ্ডপ ডাকবাংলা শ্রী শ্রী জগন্নাথ মন্দির, তবলছড়ি লাইফু কারবারীপাড়া হরি মন্দির এবং  তাইন্দং হেডম্যানপাড়া দুর্গা মন্দির।

পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে যামিনীপাড়া জোন সদর থেকে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এছাড়াও পূজামণ্ডপের নিকটবর্তী বিওপি-ক্যাম্প থেকেও নিয়মিতভাবে বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। যে কোন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ভিডিপি এবং পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ সমন্বয় পূর্বক মণ্ডপের সার্বিক নিরাপত্তায় জোন সদরে একটি মনিটরিং সেল গঠনসহ দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

ইএইচ

Link copied!