Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে সভা

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

অক্টোবর ৬, ২০২৪, ০৩:১৪ পিএম


জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে সভা

‘জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন’ প্রতিপাদ্যে বরিশালে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ নানান আয়োজনের মধ্যদিয়ে পালন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে রোববার সকালে বরিশাল সার্কিট হাউজ মাঠে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। র‌্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপপরিচালক গৌতম বাড়ৈ, জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসাইন বক্তব্য দেন।

এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশ, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!