Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ধামইরহাটে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

অক্টোবর ৬, ২০২৪, ০৩:১৮ পিএম


ধামইরহাটে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

নওগাঁর ধামইরহাটে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে জামায়াতে ইসলাম ধামইরহাট শাখার স্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ধামইরহাট প্রেসক্লাব উপজেলা প্রেসক্লাব ও মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় মতবিনিময় সভায় বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলার পশ্চিম অঞ্চলের আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ জেলা ওলামা বিভাগের সভাপতি ফজলুর রহমান, ধামইরহাট উপজেলা আমির মাওলানা কামরুজ্জামান জুয়েল, নায়েবে আমির সাবেক ও ইউপি চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আবু সালেহ্ মুসা, ধামইরহাট ইউনিয়নের আমির ইউনুছার রহমান, ওলামা বিভাগের সভাপতি আব্দুল কাহার সিদ্দিক প্রমুখ।

ইএইচ

Link copied!