Amar Sangbad
ঢাকা বুধবার, ০২ এপ্রিল, ২০২৫,

জাল টাকা বহনের দায়ে নারীকে ৫ বছরের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

অক্টোবর ৬, ২০২৪, ০৩:২৪ পিএম


জাল টাকা বহনের দায়ে নারীকে ৫ বছরের কারাদণ্ড

ঝালকাঠিতে জাল টাকা বহন করার দায়ে বিউটি রানী (৩৭) নামে এক নারীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের করাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইবুন্যাল আদালতের বিচারক (যুগ্ম জেলা জজ ২য় আদালত) মো. আমিরুল ইসলাম এ রায় প্রদান করেন।

আসামি বিউটি রানী কাঁঠালিয়া উপজেলার শৈলজালিয়া ইউনিয়নের দোগনা গ্রামের মেন্ডিস খরাতি ওরফে (জয়ন্তর স্ত্রী)। রায় ঘোষণার সময় আসামি বিউটি রানী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ সেপ্টেম্বর বিকাল পৌনে ৩টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুরের নৈকাটি বাজার থেকে আসামি বিউটি রানীকে ২১ হাজার টাকার জাল নোটসহ আটক করে। এ সময় আসামি বিউটি রানী জনৈক সুবর্ণা রানীকে ধারের টাকা পরিশোধ করার জন্য ওই ২১ হাজার টাকা দিয়েছিল। সুবর্ণা রানীর সন্দেহ হলে পুলিশে খবর দিয়ে আসামি বিউটি রানীকে ধরিয়ে দেয়। এ ঘটনায় ওই দিন রাতে রাজাপুর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা বাদী হয়ে জাল টাকা বহন করার দায় একটি মামলা দায়ের করেন।

রাজাপুর থানার পুলিশের উপ পরিদর্শক (এসআই) সঞ্জীব কুমার পালোয়ান ওই বছরের ১১ নভেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন।

আদালতে ১২ জনের সাক্ষীর ভিত্তিতে আদালত এ রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সঞ্জীব কুমার বিশ্বাস। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আল আমিন হাওলাদার।

ইএইচ

Link copied!