জামালপুর প্রতিনিধি
অক্টোবর ৬, ২০২৪, ০৪:১১ পিএম
জামালপুর প্রতিনিধি
অক্টোবর ৬, ২০২৪, ০৪:১১ পিএম
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চৌরাস্তা মোড় এলাকায় মোটরসাইকেল হেডলাইটের ডিমার উঁচু করে চালানো নিয়ে সংঘর্ষের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মেস্টা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের নেতা রনি তালুকদার শুক্রবার জামালপুর সদর থানায় মামলাটি দায়ের করেছেন।
এ মামলায় আসামি করা হয়- ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কামাল হোসসেনসহ ইউনিয়নের ২৮ জনকে। মামলায় রাজু খান নামে একজন ডাক বিভাগের কর্মচারীকে গ্রেপ্তার করেছে জামালপুর থানা পুলিশ।
এ ব্যাপারে আসামি রাজু খানের চাচাতো ভাই এমদাদুল হক অঙ্কন খান বলেন, এলাকার কামাল হোসেনের ছেলে কলেজ পড়ুয়া কাইফ বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলের হেড লাইট উঁচু করে চালানো নিয়ে রনি তালুকদারের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করতে রনি তালুকদার ইউনিয়নের ২৮ জনকে জড়িয়ে আসামি করেছে। তিনি ২৮ জনকে জড়িয়ে আসামি করা ঘটনাটি পরিকল্পিত এবং সাজানো বলে দাবি করেন।
এ ব্যাপারে জামালপুর সদর থানার ওসি ফয়সল আতিক জানান, এ মামলায় রাজু খান নামে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ইএইচ