Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

যৌথ বাহিনীর অভিযানে আ. লীগের সভাপতিসহ যুবলীগের ৪ নেতা গ্রেপ্তার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ৬, ২০২৪, ০৫:৪৮ পিএম


যৌথ বাহিনীর অভিযানে আ. লীগের সভাপতিসহ যুবলীগের ৪ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার অভিযোগে যৌথবাহিনীর অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ৪ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার ও রোববার পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ ও র‍্যাবের যৌথবাহিনী।

রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে ভৈরব র‌্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ।

গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর শহরের ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান (৫৮), পৌর যুবলীগের সহ-সাংস্কৃতিক সম্পাদক মাছুম মিয়া (৩৪) ও যুবলীগেরর আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুল হাসান রিগ্যান (৪২) ও স্বেচ্ছাসেবক লীগের কর্মী মো. রাফি মিয়া (২৪)।

এ বিষয়ে ভৈরব থানার (ওসি) মো. হাসমত উল্লাহ জানান- যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৪ জনকে সকালে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!