Amar Sangbad
ঢাকা রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪,

আগামী ২৪ দিন পার্বত্য দুই জেলা ভ্রমণ নয়

রাঙামাটি ও পার্বত্যাঞ্চল প্রতিনিধি

রাঙামাটি ও পার্বত্যাঞ্চল প্রতিনিধি

অক্টোবর ৬, ২০২৪, ০৬:১৯ পিএম


আগামী ২৪ দিন পার্বত্য দুই জেলা ভ্রমণ নয়

আগামী ২৪ দিন পার্বত্য খাগড়াছড়ি ও রাঙামাটি ভ্রমণ না করতে পর্যটকদের অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।

রোববার বিকালে দুই জেলার জেলা প্রশাসন এ তথ্য নিশ্চিত করে। জেলা প্রশাসন বলছে, আগামী ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই দুই জেলা ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হয়েছে।

সাম্প্রতিক পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

বলেন, ‘আগামী ২৩দিন পর্যটকদের খাগড়াছড়ির সকল পর্যটন কেন্দ্রে ভ্রমণে নিরুৎসাহিত করা হলো। পাহাড়ের চলমান পরিস্থিতির কারণেই এমন সিদ্ধান্ত।’

অন্যদিকে, বান্দরবানের জেলা প্রশাসন জানায়, অনিবার্য কারণবশত বান্দরবান জেলায় আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ২৪ দিন পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।  

অনিবার্য কারণের কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ির দীঘিনালায় দুই পক্ষের সংঘর্ষে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। সংঘর্ষে নিহত হয় ৩ জন। সে সময় লারমা স্কয়ারে অগ্নিসংযোগে অন্তত ১২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

দীঘিনালার এ সংঘর্ষ পরে রাঙামাটি ও বান্দরবানেও ছড়িয়ে পড়ে।

এরপর গত ১ অক্টোবর খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে পিটিয়ে হত্যার পর পাহাড়ি ও বাঙালি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এসব ঘটনাকে কেন্দ্র করে দুইটি তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রামের বিভাগীয় কমিশন ও খাগড়াছড়ি জেলা প্রশাসন।

ইএইচ

Link copied!