Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সখীপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে সেমিনার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

অক্টোবর ৬, ২০২৪, ০৭:১৯ পিএম


সখীপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে সেমিনার

টাঙ্গাইলের সখীপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় উপজেলা সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন পাটওয়ারী।

অনুষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সুবিধা ও ভোক্তা যেসব বিষয়ে আইনের আশ্রয় নেওয়া যায় সে বিষয়ে সম্পর্কে আলোচনায় অংশ নেন, সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার ও যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতোয়ার প্রমুখ।

এ সময় সেমিনারে উপস্থিত অনেকেই নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনার মাধ্যমে ভোক্তাদের অধিকার সংরক্ষণের অনুরোধ জানান।

ইএইচ

Link copied!