Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পূবাইল আদর্শ কলেজের এডহক কমিটির সঙ্গে সভাপতির মতবিনিময়

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

অক্টোবর ৬, ২০২৪, ০৮:০৮ পিএম


পূবাইল আদর্শ কলেজের এডহক কমিটির সঙ্গে সভাপতির মতবিনিময়

পূবাইল আদর্শ কলেজের গভর্নিং বডির (এডহক) নবনির্বাচিত সভাপতি ও সদস্যদের সাথে আলোচনা শেষে প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাদের সাথে মতবিনিময় সভা করেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন।

আলোচনার প্রারম্ভে নবনির্বাচিত সভাপতিকে পূবাইল আদর্শ কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

রোববার সকালে কলেজের হলরুম মিলয়নাতন কক্ষে অধ্যক্ষ কাইয়ুম খানের সভাপতিত্বে এ পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভাস্থলে প্রধান অতিথির বক্তব্য দেন, পূবাইল আদর্শ কলেজের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, কলেজের অধ্যক্ষ কাইয়ুম খান, উপাধ্যক্ষ আবুল হাসনাত লাইস।

এ সময় সকল শিক্ষক-শিক্ষিকাসহ পূবাইল থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!