Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

ফরিদগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশে

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

অক্টোবর ৬, ২০২৪, ০৮:১৪ পিএম


ফরিদগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশে

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা দিয়েই ফ্যাসিবাদ কায়েম করেছে। কেউ তাদের মতের দ্বিমত হলেই রাজাকার বানিয়েছে। আগামীতে কেউ রাজাকার বললে তার মুখ চেপে ধরবেন। ২৪ এর স্বাধীন দেশে আমরা সকলেই মুক্তিযোদ্ধা। এ যুদ্ধে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজাকার হয়ে গেছে। তারা যদি আবারও দেশে কোন ধরনের ভেদাভেদ সৃষ্টি করতে চায় তাদের কঠিনভাবে জবাব দিতে আমরা সর্বদাই প্রস্তুত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরি এ কথা বলেছেন।

রোববার বিকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু মুসার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মাসুদ বিল্লাহ পরিচালনায় গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা কোরানের আইন প্রতিষ্ঠা করার লক্ষ্যে সর্বদাই আন্দোলন করে যাচ্ছি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আল্লামা মকবুল হোসেন, চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন, সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন, জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা বেলাল হোসাইন রাজি, সহ-প্রচার সম্পাদক এইচ এম নিজাম, ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি রাকিবুল ইসলাম, যুব আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা নুরুল্লাহ, ছাত্র আন্দোলন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মিনহাজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ইএইচ

Link copied!