Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কটিয়াদীতে বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ গ্রেপ্তার ৪

কটিয়াদি (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কটিয়াদি (কিশোরগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ৬, ২০২৪, ০৮:৩৫ পিএম


কটিয়াদীতে বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ গ্রেপ্তার ৪

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাসে তল্লাশি চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার ভোরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী বাসস্ট্যান্ডের কাছে থেকে তাদেরকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

গ্রেপ্তারকৃরা হলেন- আমিন মিয়া (২৪), মুরাদ মিয়া (২৪), শাহ আলম (৪৫) ও জুনায়েদ মিয়া (৩০)। তাদের কাছ থেকে ২৯ কেজি গাঁজা, চারটি সিমসহ বাটন মোবাইল সেট, নগদ ২ হাজার ৬০০ টাকা ও গাঁজা পরিবহণ করা বাসটি জব্দ করা হয়।

র‍্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার চারজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদেরকে মামলা দিয়ে কটিয়াদি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

ইএইচ

Link copied!