Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

অক্টোবর ৬, ২০২৪, ০৯:০৪ পিএম


মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে উপজেলার বেলকা ইউনিয়নের বেলকা বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বেলকা চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাজেদুর রহমান সরকার, বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহিম খলিলুল্যাহ, বেলকা ইউনিয়ন জামায়াতের আমির মো. নাজমুল হুদা, মাওলানা মো. ওয়াহেদুজ্জামান সরকার আরও অনেকে।

ইএইচ

Link copied!