Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ইউপি সদস্য গ্রেপ্তার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

অক্টোবর ৬, ২০২৪, ০৯:২৩ পিএম


আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ইউপি সদস্য গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার একাধিক মামলার আসামি এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৪, সিপিসি-২ এর অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান।

এর আগে, সন্ধ্যার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাজী আবু সাদেক ভুঁইয়া আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য এবং ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি আশুলিয়ার ভাদাইল এলাকায় বসবাস করেন।

র‍্যাব-৪, সিপিসি-২ এর অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতার ঘটনায় একাধিক মামলার আসামি একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযুক্ত সাদেক ভূইয়া ঘটনার পর থেকে পলাতক ছিলেন। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে।

ইএইচ

Link copied!